দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে জ্যোৎস্না (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ ওয়ার্ডের গৃহবধূর নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জ্যোৎস্না ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ি হাওলাদার বাড়ির মৃত রহিজল ব্যাপারীর ছেলে মাকসুদের স্ত্রী ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের শাহে আলমের মেয়ে। তাঁর দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত ৬ বছর আগে মাকসুদের সঙ্গে জ্যোৎস্নার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
গৃহবধূর মা ছকিনা বেগম বলেন, ‘যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নাকে মারধর করত। মেয়ের সুখের জন্য মাঝেমধ্যে কিছু টাকা দিতাম। গত শনিবার সকালে মাকসুদ মোবাইল করে আমার কাছে আবার টাকা চায়। এ সময় মেয়ের কথা জিজ্ঞাসা করলে মাকসুদ বলে জ্যোৎস্না কাছে নেই। পরে গতকাল সকালে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।’
ভোলার দৌলতখানে জ্যোৎস্না (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ ওয়ার্ডের গৃহবধূর নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জ্যোৎস্না ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ি হাওলাদার বাড়ির মৃত রহিজল ব্যাপারীর ছেলে মাকসুদের স্ত্রী ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের শাহে আলমের মেয়ে। তাঁর দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত ৬ বছর আগে মাকসুদের সঙ্গে জ্যোৎস্নার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
গৃহবধূর মা ছকিনা বেগম বলেন, ‘যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নাকে মারধর করত। মেয়ের সুখের জন্য মাঝেমধ্যে কিছু টাকা দিতাম। গত শনিবার সকালে মাকসুদ মোবাইল করে আমার কাছে আবার টাকা চায়। এ সময় মেয়ের কথা জিজ্ঞাসা করলে মাকসুদ বলে জ্যোৎস্না কাছে নেই। পরে গতকাল সকালে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।’
স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে লিবিয়ায় ট্রলার ডুবে নিখোঁজ হন শিবচরের যুবক রিফাত তালুকদার। পরে জানা যায় গত বছরের ১৮ ডিসেম্বর লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে যায় ট্রলার।
৮ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনে এক প্রেমিক যুগলকে মারধর করেন কয়েক যুবক। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগেআওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে গণজমায়েতে অংশগ্রহণের উদ্দেশ্যে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে রওনা হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে জুলাই ঐক্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই মিছিলের যাত্রা শুরু হয়।
২৫ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় চা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার গৌরীগ্রাম দক্ষিণপাড়ায় আলাউদ্দিনের চায়ের দোকানে। আহতদের সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে