দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রেমের টানে জর্ডান থেকে দিলশান মাদুরাঙ্গা (২৬) নামের লঙ্কান এক যুবক পটুয়াখালীর দশমিনায় সুবর্ণা আক্তারের (২৫) বাড়িতে ছুটে এসেছেন। গত বুধবার বাংলাদেশে এলে গতকাল বৃহস্পতিবার তাঁদের বিয়ে হয়। এর আগে দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সুবর্ণা আক্তারের বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া গ্রামে।
সুবর্ণার পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সুবর্ণা আক্তার জর্ডানে পাড়ি জমান। সেখানে একটি গার্মেন্টে কাজ নেন তিনি। একই কারখানায় কাজ করতেন দিলশান মাদুরা। নিজেদের মধ্যে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ অক্টোবর সুবর্ণা বাংলাদেশে আসেন। দেশে এলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।
গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা দশমিনায় সুবর্ণাদের বাড়ি আসেন। দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করে দিলশান ইসলাম নাম ধারণ করেন। পরে গতকাল পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক আবার তাঁদের বিয়ে হয়। খবর পেয়ে সুবর্ণাদের বাড়িতে শত শত লোক দিলশান ইসলামকে দেখার জন্য ভিড় করেন।
দিলশান দিলশান ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন একই গার্মেন্টে কাজ করতাম। সেখানে আমাদের পরিচয়ের পর পাঁচ বছরের সম্পর্ক। আমরা দুই ভাই, এক বোন। দুজনের পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণা আক্তারের বাবা নিজাম উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সুখই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই।’
প্রেমের টানে জর্ডান থেকে দিলশান মাদুরাঙ্গা (২৬) নামের লঙ্কান এক যুবক পটুয়াখালীর দশমিনায় সুবর্ণা আক্তারের (২৫) বাড়িতে ছুটে এসেছেন। গত বুধবার বাংলাদেশে এলে গতকাল বৃহস্পতিবার তাঁদের বিয়ে হয়। এর আগে দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সুবর্ণা আক্তারের বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া গ্রামে।
সুবর্ণার পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সুবর্ণা আক্তার জর্ডানে পাড়ি জমান। সেখানে একটি গার্মেন্টে কাজ নেন তিনি। একই কারখানায় কাজ করতেন দিলশান মাদুরা। নিজেদের মধ্যে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ অক্টোবর সুবর্ণা বাংলাদেশে আসেন। দেশে এলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।
গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা দশমিনায় সুবর্ণাদের বাড়ি আসেন। দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করে দিলশান ইসলাম নাম ধারণ করেন। পরে গতকাল পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক আবার তাঁদের বিয়ে হয়। খবর পেয়ে সুবর্ণাদের বাড়িতে শত শত লোক দিলশান ইসলামকে দেখার জন্য ভিড় করেন।
দিলশান দিলশান ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন একই গার্মেন্টে কাজ করতাম। সেখানে আমাদের পরিচয়ের পর পাঁচ বছরের সম্পর্ক। আমরা দুই ভাই, এক বোন। দুজনের পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণা আক্তারের বাবা নিজাম উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সুখই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই।’
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
৪ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে