Ajker Patrika

দুর্বৃত্তদের আগুনে পুড়ল জেলের জাল, থানায় অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
আগুনে পুড়ে যাওয়া জাল। ছবি: আজকের পত্রিকা
আগুনে পুড়ে যাওয়া জাল। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদী উপজেলায় দুর্বৃত্তরা রাতের আঁধারে এক জেলের ৩ লাখ টাকার কোনাজাল পুড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) রাতে মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জেলে মিলন হাওলাদারের চাচা দুলাল হাওলাদার এ ঘটনায় মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দুলাল হাওলাদার জানান, তাঁর ভাতিজা মিলন হাওলাদার কোনাজাল দিয়ে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সোমবার রাতে মিলন তাঁর অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার আগে জাল কুতুবপুর লঞ্চঘাট এলাকায় রেখে যান। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে জালে আগুন দেয়। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্বজনেরা পোড়াজাল দেখতে পেয়ে মিলনকে জানালে তিনি থানায় অভিযোগ করেন।

মিলন হাওলাদার বলেন, ‘নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। পুড়ে যাওয়া জালের মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে এখন দিশেহারা।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘জেলের জাল পুড়িয়ে দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত