Ajker Patrika

ইজিবাইকচালকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৭: ০৪
ইজিবাইকচালকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

চালকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা। আজ শনিবার বরিশাল নগরে তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সদর রোডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ওয়ার্ড সাধারণ সম্পাদক আইউব আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯ জানুয়ারি শ্রমিক ফ্রন্ট ও সংগ্রাম পরিষদের বিভাগীয় সমাবেশ নানা বাধা উপেক্ষা করে সফল হয়েছে। ওই দিন রাতে ষড়যন্ত্র করে যে মামলা দায়ের করা হয়েছে, এতে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে দুজন রিকশা শ্রমিকের বয়স ষাটোর্ধ্ব এবং শারীরিকভাবে অসুস্থ। নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতকে মুক্তির দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

রাজশাহীতে যুব ও ছাত্রদলের নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত