Ajker Patrika

রাজাপুরে শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
Thumbnail image

ঝালকাঠির রাজাপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

আজ শনিবার ১১টায় রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড এএইচএম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নজরুল ইসলাম স্বপন, যুগ্ম-সম্পাদক মো. মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান, ডেজলিং তালুকদার, মো. মেজবা উদ্দিন মাসুদ সিকদার, রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজি, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, মো. নাছির উদ্দিন মৃধা, ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ বাবুসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির করোনা মহামারির সময়ে মানুষের মধ্যে অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত