Ajker Patrika

ভোটের আশায় বাড়ি বাড়ি ছুটছেন মেয়র প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ভোটের আশায় বাড়ি বাড়ি ছুটছেন মেয়র প্রার্থীরা

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের মেয়র প্রার্থীরা ভোট চেয়ে বাড়ি বাড়ি গণসংযোগ অব্যাহত রেখেছেন। আজ রোববারও নগরের বিভিন্ন এলাকায় নৌকা, হাতপাখা ও লাঙ্গলের মেয়র প্রার্থী গণসংযোগ করেছেন। 

দুপুর ১২টার দিকে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত নগরীর বাংলাবাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত বরিশালকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।’ 

বরিশালে নির্বাচনী প্রচার চালাচ্ছেন হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকাঅন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নগরীর সাগরদী বাজার ও আমতলা মোড়, ৭ নম্বর ওয়ার্ড ভাটিখানা, ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া এবং ৩০ নম্বর ওয়ার্ড রেইনট্রিতলা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘নগরের গুচ্ছগ্রামগুলোয় হাজার হাজার নাগরিক অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছেন। আমি নির্বাচিত হলে এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাসস্থানসহ জীবনমানের উন্নয়নে কাজ করব।’ 

লাঙ্গলের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস দুপুর ১২টার দিকে চাঁদমারি স্টেডিয়াম কলোনিতে প্রচারপত্র বিতরণ, বিকেলে ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর, ইছাকাঠি, শাহপরান সড়কে উঠান বৈঠক করেন। তিনি এ সময় লাঙ্গল প্রতীকে ভোট চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত