Ajker Patrika

বরিশালে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৮: ১৩
বরিশালে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ৩২ জনের মৃত্যু হলো। এ ছাড়া বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালে বর্তমানে ৩১০ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।’

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালের মুলাদী উপজেলার নাছিমা (৩৫) ও আমেনা (৬০) এবং বানারীপাড়া উপজেলার তারিফ খান (১৫) বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই সময়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১০৪ ডেঙ্গু রোগীর মধ্যে ১৫ জন বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আটজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দুই হাসপাতালে বর্তমানে ৯১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ৭, ভোলায় ৯, পিরোজপুরে ১২ ও বরগুনায় ২৬ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছে। তবে গত দুই দিন ঝালকাঠি জেলার কোনো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত