Ajker Patrika

এই দুর্ভোগের শেষ কোথায়? 

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা) 
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০১
এই দুর্ভোগের শেষ কোথায়? 

বরগুনার পাথরঘাটার প্রাণকেন্দ্রে অবস্থিত পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রবেশের জন্য রয়েছে দুটি পথ। একটি পথ পাথরঘাটা থানার প্রাচীরসংলগ্ন, যা এখন হাঁটুপানিতে তলিয়ে আছে। অন্য পথ পৌর ভবন লাগোয়া, যা ভাঙা আর কর্দমাক্ত। ফলে বিদ্যালয়ে প্রবেশপথের সমস্যার কারণে বেশ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের হাজারখানেক শিক্ষার্থী ও শিক্ষককে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা বিষয়টি গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় জানালেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রাচীরসংলগ্ন প্রবেশপথ উপজেলা ভূমি অফিসের পেছনে সরকারি পুকুরের পানিতে তলিয়ে আছে। অপর পথটি মেরামতের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুলের পক্ষ থেকে একটি প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় ভাঙা রাস্তা আর কাদামাটি পেরিয়েই শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে, যা সামান্য অসাবধানতাবশত বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে শিক্ষার্থীরা। 

পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশের এক রাস্তা পানির নিচে ও একটি ভাঙা, দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরাএ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেছে, `করোনার আগে যখন স্কুল খোলা ছিল, তখন থানার পাশের ডুবন্ত রাস্তা দিয়ে স্কুলে আসা-যাওয়া করতাম। অনেক সময় রাস্তার ওপরে বড় বড় সাপ দেখতে পেতাম। সে কারণে ভয়ে আমরা প্রায় আধা কিলোমিটার ঘুরে পৌরসভার পাশের রাস্তা দিয়ে স্কুলে যাই। এখন এই রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাওয়া অনেক কঠিন মনে হচ্ছে। এই দুর্ভোগের শেষ কোথায়, আমরা জানি না।' 

স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রেজা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে থানার পাশের গেটটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই রাস্তা পানির নিচে থাকায় প্রায় সময় সাপ দেখা যায়। অন্যদিকে রাস্তাটির কার্পেটিং উঠে এখন কর্দমাক্ত হয়ে গেছে। তাই রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ তথ্য স্বীকার করে বলেন, `আমি এলাকা ঘুরে দেখেছি। জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার করা দরকার।' 

এ বিষয়ে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন আজকের পত্রিকাকে বলেন, `আমি বিষয়টি জানতে পেরেছি। অতি শিগগিরই এই ভোগান্তি লাঘব হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত