Ajker Patrika

বলেশ্বর নদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩২
বলেশ্বর নদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর নদ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে সদর ইউনিয়ন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজ বিকেলের দিকে সদর ইউনিয়নের পদ্মার ভাঙনসংলগ্ন কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখেন এক নারী। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। অর্ধগলিত হওয়ায় বয়স বোঝা যায়নি। স্থানীয়দের ধারণা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবির ঘটনায় জেলের মরদেহ হতে পারে।
 
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ‘মরদেহটি ভাসতে দেখেন এক নারী। পরে আমি স্থানীয় চৌকিদারকে জানালে তিনি পাথরঘাটা থানার খবর দেন।’

পাথরঘাটা থানা উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বলেন, নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার কথা হয়েছে। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এসআই আরও বলেন, ‘কয়েক দিন আগে ভোলা থেকে পাথরঘাটা থানায় বার্তা এসেছে সেখানে একজন মিসিং রয়েছে, আমরা তাৎক্ষণিক ওই থানাসহ পাশের থানায় খবর পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত