Ajker Patrika

পটুয়াখালী পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত মহিউদ্দিন

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২১: ৫৯
পটুয়াখালী পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত মহিউদ্দিন

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ। তিনি বর্তমানে পটুয়াখালী পৌরসভার মেয়র। নির্বাচনে মহিউদ্দিন আহমেদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। অর্থাৎ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে মহিউদ্দিন আহমেদ পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।

তিনি বলেন, ‘আজ শনিবার সকাল থেকে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।’

এদিকে নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন মো. এনায়েত হোসেন (নারকেলগাছ প্রতীক), আবুল কালাম আজাদ (রেল গাড়ি) ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক)। এ ছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গত পাঁচ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি। তাই মানুষ এর প্রতিদান হিসেবে আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী পাঁচ বছর ইনশা আল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত