Ajker Patrika

এখন দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২২ জুন ২০২৪, ১৮: ২২
এখন দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘দুর্নীতি যে–ই করুক, এখন ধরা পড়ে যায়। কারণ, ভোটার আইডি কার্ডে সবার জমিসহ সব কার্যক্রম রেকর্ড হয়। ভূমি অফিসে এখন দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই।’ 

আজ শনিবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘ভূমি অফিসের এসি ল্যান্ড ভালো থাকলেও অফিসের অনেকেই নানাভাবে অসৎ কাজ করে যাচ্ছে। এখন সবকিছু দুর্নীতি মুক্ত করে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে। ভূমিসংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবল কম আছে, তা দ্রুত বাড়ানোর চেষ্টা চলছে। অনেকে জমিজমার বিষয়ে সচেতনতার অভাবে ত্রুটি হচ্ছে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি অফিস দুর্নীতিমুক্ত করাই এখন লক্ষ্য।’ 

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ। 

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবীব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রশীদ, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত