নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মেঘনা নদীতে কার্গো জাহাজ বা পণ্যবাহী জাহাজের ধাক্কায় ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমভি মার্কেন্টাইল-৩ নামক পণ্যবাহী জাহাজের আঘাতে সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ক্যানটিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এমভি সুন্দরবন-১৬-এর চালক মো. শাহিন আজ শুক্রবার সকালে বলেন, মেঘনায় মধ্যরাতে দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে পানি ঢুকে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীদের একাংশ সুন্দরবন ১৫-তে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারকারী সুন্দরবন-১৪ লঞ্চে তোলা হচ্ছে। লঞ্চটিতে ৮০০ যাত্রী ছিল। তিনি বলেন, বারবার মালবাহী জাহাজকে সতর্ক করা হলেও দ্রুতগতিতে সেটি এসে তাঁদের লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। কুয়াশায় দিক হারিয়ে এ দুর্ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাতে জাহাজের সিঁড়ি, ভিআইপি কেবিন, হ্যাচকাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
চালক মো. শাহিন বলেন, এক নারী নিখোঁজ রয়েছেন বলে তাঁর পরিবার দাবি করেছে। তবে তাঁরা এর সত্যতা পাননি। তিনি মনে করেন, ওই নারী হয়তো উদ্ধাকারী কোনো লঞ্চে উঠে গেছেন।
ওই লঞ্চের একাধিক যাত্রী বলেন, রাত পৌনে ১টার দিকে মেঘনায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার করতে থাকে যাত্রীরা। লঞ্চের ভেতরে ঢুকে যায় আরেকটি জাহাজ। লঞ্চের মধ্যে পানি ঢোকা শুরু করলে দ্রুত চাঁদপুরের একটি চরে তুলে দেওয়া হয়। যাত্রীরা বলেন, চরে সারা রাত নিদারুণ কষ্ট ভোগ করতে হয়েছে তাঁদের।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, মালবাহী জাহাজের ধাক্কায় সুন্দরবন লঞ্চটির তলা ফেটে পানি উঠে গেছে। তাৎক্ষণিকভাবে এটি দ্রুত চরে ঠেকিয়ে দেওয়া হয়। সুন্দরবন-১৬-এর যাত্রীদের তাতে অনেক কষ্ট পোহাতে হয়। অন্য দুটি লঞ্চ যাত্রীদের নিরাপদে নিয়ে আসছে।
মেঘনা নদীতে কার্গো জাহাজ বা পণ্যবাহী জাহাজের ধাক্কায় ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমভি মার্কেন্টাইল-৩ নামক পণ্যবাহী জাহাজের আঘাতে সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন, ক্যানটিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এমভি সুন্দরবন-১৬-এর চালক মো. শাহিন আজ শুক্রবার সকালে বলেন, মেঘনায় মধ্যরাতে দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে পানি ঢুকে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীদের একাংশ সুন্দরবন ১৫-তে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারকারী সুন্দরবন-১৪ লঞ্চে তোলা হচ্ছে। লঞ্চটিতে ৮০০ যাত্রী ছিল। তিনি বলেন, বারবার মালবাহী জাহাজকে সতর্ক করা হলেও দ্রুতগতিতে সেটি এসে তাঁদের লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। কুয়াশায় দিক হারিয়ে এ দুর্ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাতে জাহাজের সিঁড়ি, ভিআইপি কেবিন, হ্যাচকাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
চালক মো. শাহিন বলেন, এক নারী নিখোঁজ রয়েছেন বলে তাঁর পরিবার দাবি করেছে। তবে তাঁরা এর সত্যতা পাননি। তিনি মনে করেন, ওই নারী হয়তো উদ্ধাকারী কোনো লঞ্চে উঠে গেছেন।
ওই লঞ্চের একাধিক যাত্রী বলেন, রাত পৌনে ১টার দিকে মেঘনায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার করতে থাকে যাত্রীরা। লঞ্চের ভেতরে ঢুকে যায় আরেকটি জাহাজ। লঞ্চের মধ্যে পানি ঢোকা শুরু করলে দ্রুত চাঁদপুরের একটি চরে তুলে দেওয়া হয়। যাত্রীরা বলেন, চরে সারা রাত নিদারুণ কষ্ট ভোগ করতে হয়েছে তাঁদের।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, মালবাহী জাহাজের ধাক্কায় সুন্দরবন লঞ্চটির তলা ফেটে পানি উঠে গেছে। তাৎক্ষণিকভাবে এটি দ্রুত চরে ঠেকিয়ে দেওয়া হয়। সুন্দরবন-১৬-এর যাত্রীদের তাতে অনেক কষ্ট পোহাতে হয়। অন্য দুটি লঞ্চ যাত্রীদের নিরাপদে নিয়ে আসছে।
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দুইটায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়া বিথী এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা-পুলিশ।
২৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওঝার ভরসায় সময় শেষ করে ৪ ঘণ্টা পর হাসপাতালে নেওয়ার কারণে ওই যুবককে ভ্যাকসিন দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।
৪৪ মিনিট আগেচট্টগ্রামে হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় আলাদা দুটি হাসপাতাল নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ ছাড়া কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানান তিনি।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে