লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনের চর কচুয়াখালী ও শাহজালালের শিশুরা এখনো পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল। গত ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি চললেও দুই চরের শিশুরা এ থেকে বঞ্চিত রয়েছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেবে লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাওয়ার আওতায় রয়েছে ২৭২ জন শিশু। যার প্রকৃত সংখ্যা আরও অধিক। অপরদিকে, চর শাহজালালে শিশু আছে প্রায় ৫০ জন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও চরাঞ্চলের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল না পাওয়ায় চরবাসীদের অবহেলার দৃষ্টিতে দেখছেন বলে মনে করছেন লালমোহনের বাসিন্দারা।
অন্যদিকে, উপজেলা সদরে করোনা টিকা প্রদান কার্যক্রম চলমান থাকলেও লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও শাহজালালের বাসিন্দাদের কাছে সে খবর পৌঁছেনি। এতে ওই দুই চরের মানুষের মাঝে করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। চরগুলোতে যেন খুব শিগগিরই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয় এ দাবি জানিয়েছেন চরবাসীরা।
চর কচুয়াখালীর কয়েকজন বাসিন্দা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুলসহ অন্যান্য স্বাস্থ্য সেবা থেকে আমাদের শিশুরা বঞ্চিত রয়েছে। এতে তাদের শারীরিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ফলে চরম ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে এ চরের শিশুরা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রদানসহ শিশুদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানূর রহমান বলেন, শিগগিরই চরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোসহ করোনা টিকা প্রদান করা হবে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন চরাঞ্চলের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল পায়নি তার সঠিক উত্তর দিতে পারেননি এ কর্মকর্তা।
ভোলার লালমোহনের চর কচুয়াখালী ও শাহজালালের শিশুরা এখনো পায়নি ভিটামিন এ প্লাস ক্যাপসুল। গত ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি চললেও দুই চরের শিশুরা এ থেকে বঞ্চিত রয়েছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেবে লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাওয়ার আওতায় রয়েছে ২৭২ জন শিশু। যার প্রকৃত সংখ্যা আরও অধিক। অপরদিকে, চর শাহজালালে শিশু আছে প্রায় ৫০ জন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও চরাঞ্চলের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল না পাওয়ায় চরবাসীদের অবহেলার দৃষ্টিতে দেখছেন বলে মনে করছেন লালমোহনের বাসিন্দারা।
অন্যদিকে, উপজেলা সদরে করোনা টিকা প্রদান কার্যক্রম চলমান থাকলেও লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালী ও শাহজালালের বাসিন্দাদের কাছে সে খবর পৌঁছেনি। এতে ওই দুই চরের মানুষের মাঝে করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। চরগুলোতে যেন খুব শিগগিরই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয় এ দাবি জানিয়েছেন চরবাসীরা।
চর কচুয়াখালীর কয়েকজন বাসিন্দা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুলসহ অন্যান্য স্বাস্থ্য সেবা থেকে আমাদের শিশুরা বঞ্চিত রয়েছে। এতে তাদের শারীরিক গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ফলে চরম ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে এ চরের শিশুরা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভিটামিন এ প্লাস ক্যাপসুল প্রদানসহ শিশুদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানূর রহমান বলেন, শিগগিরই চরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোসহ করোনা টিকা প্রদান করা হবে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কেন চরাঞ্চলের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল পায়নি তার সঠিক উত্তর দিতে পারেননি এ কর্মকর্তা।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪৩ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে