Ajker Patrika

বরিশালে মাদকবিরোধী অভিযানে হাতকড়াসহ ২ যুবকের পলায়ন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাইল ছবি
ফাইল ছবি

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে আটকের পর হাতকড়া পরা অবস্থায় দুই যুবক পালিয়ে গেছেন। আজ বুধবার বিকেলে ভাটিখানা সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পলাতক দুজন হলেন, মিরাজ ইসলাম ও রাসেল। পুলিশ তাঁদের খোঁজে ওই এলাকায় অভিযান চালাচ্ছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাঁদের আটক করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সাহাপাড়া তালুকদারবাড়ি এলাকা থেকে মাদকসহ নাসির, মামুন, আল-আমিন, মিরাজ ও রাসেল নামের পাঁচজনকে আটক করা হয়। পরে দুজনকে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্রাম্যমাণ দলের কাছে দেওয়া হয়। বাকি তিনজনকে নিয়ে অভিযানকারী দল সামনের দিকে যাচ্ছিল। এ সময় পেছনে ভ্রাম্যমাণ দলের সঙ্গে থাকা জোড়া হাতকড়া লাগানো মিরাজ ও রাসেল কৌশলে পালিয়ে যান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনের মধ্যে দুজন হাতকড়াসহ পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত