মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে মেয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক বৃদ্ধা। নির্যাতন থেকে রক্ষা পেতে গতকাল শনিবার বিকেলে মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
উপজেলার পৌর সদরের চরডিক্রী গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) তাঁর মেয়ে সুফিয়া বেগমের বিরুদ্ধে এ অভিযোগ করেন। স্বামীর ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি মেয়েকে দলিল না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে বলে জানান। এ সময় তাঁর অন্য দুই মেয়ে আয়শা আক্তার সুমী ও ফারজানা ইয়াসমিন হাসি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম বলেন, প্রায় ১০ বছর আগে তার মেজো মেয়ে সুফিয়া বেগমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ির জমি নিয়ে সুফিয়া বিবাদ শুরু করলে স্থানীয়ভাবে সালিসে মীমাংসায় মৃত জয়নাল আবেদীনের জায়গা-জমি তাঁর স্ত্রী,১ ছেলে ও ৪ মেয়ের মধ্যে বণ্টন করে দেন।
চলতি বছর জুন মাসে সুফিয়া তার স্বামী আলী মোল্লা, প্রাক্তন স্বামী সিদ্দিক সরদারকে নিয়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে তার জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দেন। ফাতেমা এতে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই তাকে মারধর করেন মেয়ে। ওই ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আদালতে ৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে সুফিয়া ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে আবারও মারধর করেন এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দেন।
ফাতেমা বেগম আরও বলেন, ‘সুফিয়া তার বর্তমান স্বামী আলী মোল্লা ও পূর্বের স্বামী সিদ্দিক সরদারের সঙ্গে মিলে লোকজন নিয়ে আমাকে এবং আমার অন্য দুই মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা যেকোনো উপায়ে আমার থেকে জমির দলিল নেওয়ার চেষ্টা করছে। আমি দুই মেয়েকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।’
এ ব্যাপারে সুফিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মায়ের সঙ্গে ঝগড়া হওয়ায় মামলা করেছেন এবং মিথ্যা অভিযোগ করছেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, জমি নিয়ে মা-মেয়ের দ্বন্দ্বের ঘটনায় আদালতে মামলা বিচারাধীন। বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।
বরিশালের মুলাদীতে মেয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক বৃদ্ধা। নির্যাতন থেকে রক্ষা পেতে গতকাল শনিবার বিকেলে মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
উপজেলার পৌর সদরের চরডিক্রী গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) তাঁর মেয়ে সুফিয়া বেগমের বিরুদ্ধে এ অভিযোগ করেন। স্বামীর ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি মেয়েকে দলিল না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে বলে জানান। এ সময় তাঁর অন্য দুই মেয়ে আয়শা আক্তার সুমী ও ফারজানা ইয়াসমিন হাসি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম বলেন, প্রায় ১০ বছর আগে তার মেজো মেয়ে সুফিয়া বেগমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ির জমি নিয়ে সুফিয়া বিবাদ শুরু করলে স্থানীয়ভাবে সালিসে মীমাংসায় মৃত জয়নাল আবেদীনের জায়গা-জমি তাঁর স্ত্রী,১ ছেলে ও ৪ মেয়ের মধ্যে বণ্টন করে দেন।
চলতি বছর জুন মাসে সুফিয়া তার স্বামী আলী মোল্লা, প্রাক্তন স্বামী সিদ্দিক সরদারকে নিয়ে বৃদ্ধা ফাতেমা বেগমকে তার জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দেন। ফাতেমা এতে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই তাকে মারধর করেন মেয়ে। ওই ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক আদালতে ৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে সুফিয়া ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে আবারও মারধর করেন এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দেন।
ফাতেমা বেগম আরও বলেন, ‘সুফিয়া তার বর্তমান স্বামী আলী মোল্লা ও পূর্বের স্বামী সিদ্দিক সরদারের সঙ্গে মিলে লোকজন নিয়ে আমাকে এবং আমার অন্য দুই মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা যেকোনো উপায়ে আমার থেকে জমির দলিল নেওয়ার চেষ্টা করছে। আমি দুই মেয়েকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।’
এ ব্যাপারে সুফিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মায়ের সঙ্গে ঝগড়া হওয়ায় মামলা করেছেন এবং মিথ্যা অভিযোগ করছেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, জমি নিয়ে মা-মেয়ের দ্বন্দ্বের ঘটনায় আদালতে মামলা বিচারাধীন। বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।
বিমান দুর্ঘটনায় নিহত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেছে নীলফামারী জেলা প্রশাসন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়াস্থ পারববারিক কবরস্থানে যান প্রশাসনের কর্মকর্তারা।
১ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
১০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।
৪২ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। কেবল স্কুলের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেট থেকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি আছে। অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
১ ঘণ্টা আগে