Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত ঘরে মিলল গৃহবধূর লাশ

বরগুনা প্রতিনিধি
নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত ঘরে মিলল গৃহবধূর লাশ

বরগুনায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন মোসা. লাইজু আক্তার (৪০)। তিনি জেলার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকার আবদুস সোবহানের মেয়ে। এ ছাড়া তিনি একই এলাকার জামাল হোসেনের স্ত্রী।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আ. হালিম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১১ দিকে তাঁকে খুঁজতে খুঁজতে লাইজুর বাবার বাড়ির উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরে তাঁর লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয় চৌকিদারকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।

নিহত লাইজুর বাবা আবদুস সোবহান বলেন, ‘আমার মেয়ে অনেক দিন ধরে মাথার সমস্যা নিয়ে ভুগতেছিল। বিভিন্ন সময়ে সে ঘর থেকে বেরিয়ে যেতে, আমরা আবার খুঁজে নিয়ে বাসায় নিয়ে আসতাম। গত তিন দিন ধরে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেছি।’

আবদুস সোবহান আরও বলেন, ‘মেয়ের জামাই এখনো আমার মেয়েকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে। মৃত্যুর খবর সে জানতে পারেনি। আজকে বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে মেয়ের লাশ পাওয়া গেছে। তবে মাথায় সমস্যার কারণেই মেয়ের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত