পটুয়াখালী প্রতিনিধি
গতকাল সোমবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে আট শ্রমিকসহ একটি ড্রেজার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ আটজন শ্রমিকের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। এই খবর পাওয়ার পর থেকে নিখোঁজ শ্রমিকদের পরিবারে মাতম শুরু হয়ে গেছে।
এ দিকে আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রায় ২২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বাকি সাতজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ড্রেজার ডুবিতে নিখোঁজ শ্রমিকেরা হলেন—সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আ. রহমানের ছেলে মো. তারেক মোল্লা, আনিচ মোল্লার দুই ছেলে শাহীন মোল্লা ও ইমাম মোল্লা এবং আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, ইউসুফ হাওলাদারের ছেলে মো. বসার হাওলাদার, নুরু সর্দারের ছেলে মো. আলম সর্দার, সেকান্দার রারির ছেলে মো. জাহিদ রারি এবং ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকির। এদের মধ্যে সেকান্দার রারির ছেলে মো. জাহিদ রারির মরদেহ উদ্ধার হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের চর জৈনকাঠি গ্রাম যেন শোকে ছেয়ে গেছে। নিখোঁজ শ্রমিকদের বাড়িতে চলছে মাতম। কেউ বা সংসারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আবার কেউ স্বামীকে হারানোর সংবাদে আহাজারি করছেন। নিখোঁজ সন্তানের চিন্তায় বাবা-মায়ের আর্তনাদে ভারী হয়ে পড়েছে গ্রামের বাতাস। বাবা হারানো সন্তানদের সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না প্রতিবেশীরা। ভবিষ্যতের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে দরিদ্র পরিবারগুলো।
স্বামী শাহিন মোল্লাকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী খাদিজা বেগম। তিনি বিলাপ করছেন, ‘আমার চার সন্তানকে কে দেখবে, কে খাওয়াবে!’
এ সময় নিখোঁজ দুই শ্রমিকের বাবা আনিচ মোল্লা বলেন, ‘আমাদের বাড়ির ৪ ছেলে নিখোঁজ। এর মধ্যে আমার দুই ছেলে। ওরা গত ১ মাস আগে ড্রেজারে চুক্তিতে কাজ করতে গেছে। গতকাল যখন বন্যা শুরু হইছে, তহন আমাগো লগে ফোন দিয়া কথা কইছে। এর কতক্ষণ পর থেইকা ফোন বন্ধ। আমি কিছু চাই না, আমার পোলা দুইডার লাশ চাই। আমার পুত আমার কাছে ফিরাইয়া দেন।’
নিখোঁজ শ্রমিক মো. তারেক মোল্লার বাবা আব্দুর রহমান বলেন, ‘আমার বুকটা খালি হইয়া গেছে। কে খাওয়াইবে আমাগো, আমাগো ঘরের একমাত্র ইনকাম করত আমাগো তারেক। আমার তারেকের লাশটা এহন আইন্না দেন।’
গতকাল সোমবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে আট শ্রমিকসহ একটি ড্রেজার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ আটজন শ্রমিকের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। এই খবর পাওয়ার পর থেকে নিখোঁজ শ্রমিকদের পরিবারে মাতম শুরু হয়ে গেছে।
এ দিকে আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রায় ২২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বাকি সাতজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ড্রেজার ডুবিতে নিখোঁজ শ্রমিকেরা হলেন—সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আ. রহমানের ছেলে মো. তারেক মোল্লা, আনিচ মোল্লার দুই ছেলে শাহীন মোল্লা ও ইমাম মোল্লা এবং আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, ইউসুফ হাওলাদারের ছেলে মো. বসার হাওলাদার, নুরু সর্দারের ছেলে মো. আলম সর্দার, সেকান্দার রারির ছেলে মো. জাহিদ রারি এবং ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকির। এদের মধ্যে সেকান্দার রারির ছেলে মো. জাহিদ রারির মরদেহ উদ্ধার হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের চর জৈনকাঠি গ্রাম যেন শোকে ছেয়ে গেছে। নিখোঁজ শ্রমিকদের বাড়িতে চলছে মাতম। কেউ বা সংসারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আবার কেউ স্বামীকে হারানোর সংবাদে আহাজারি করছেন। নিখোঁজ সন্তানের চিন্তায় বাবা-মায়ের আর্তনাদে ভারী হয়ে পড়েছে গ্রামের বাতাস। বাবা হারানো সন্তানদের সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না প্রতিবেশীরা। ভবিষ্যতের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে দরিদ্র পরিবারগুলো।
স্বামী শাহিন মোল্লাকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী খাদিজা বেগম। তিনি বিলাপ করছেন, ‘আমার চার সন্তানকে কে দেখবে, কে খাওয়াবে!’
এ সময় নিখোঁজ দুই শ্রমিকের বাবা আনিচ মোল্লা বলেন, ‘আমাদের বাড়ির ৪ ছেলে নিখোঁজ। এর মধ্যে আমার দুই ছেলে। ওরা গত ১ মাস আগে ড্রেজারে চুক্তিতে কাজ করতে গেছে। গতকাল যখন বন্যা শুরু হইছে, তহন আমাগো লগে ফোন দিয়া কথা কইছে। এর কতক্ষণ পর থেইকা ফোন বন্ধ। আমি কিছু চাই না, আমার পোলা দুইডার লাশ চাই। আমার পুত আমার কাছে ফিরাইয়া দেন।’
নিখোঁজ শ্রমিক মো. তারেক মোল্লার বাবা আব্দুর রহমান বলেন, ‘আমার বুকটা খালি হইয়া গেছে। কে খাওয়াইবে আমাগো, আমাগো ঘরের একমাত্র ইনকাম করত আমাগো তারেক। আমার তারেকের লাশটা এহন আইন্না দেন।’
নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৪ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেশনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেজনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৪২ মিনিট আগে