Ajker Patrika

অবরোধে বরিশালে বিক্ষোভ মিছিল, যান চলাচল সীমিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১: ৪৬
Thumbnail image

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বরিশালে আজ রোববার ছাত্রদল ও শ্রমিক দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে। সকালে ছাত্রদল নগরীর সিঅ্যান্ডবি রোডে ও শ্রমিক দল নগরীর বান্দ রোডে বিক্ষোভ মিছিল করে। এতে সড়কে যান চলাচল কিছুটা বাধাগ্রস্ত হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অবরোধে বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

এদিকে অবরোধের প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। তবে দূরপাল্লার বাস চলেনি। 

রোববার ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরের রুপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রীর সংখ্যা ছিল খুব সামান্য। 

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, সীমিত যাত্রী নিয়ে লঞ্চ চলেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

অন্যদিকে মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে  তিন চাকার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত