Ajker Patrika

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ববির সামনে মশাল মিছিল করে মহাসড়ক আটকে দেন শিক্ষার্থীরা।

এ সময় ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ ৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। তাঁরা সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানান।

সাধারণ শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, হামলা-মামলা দিয়ে শিক্ষার্থীদের দমন করা যাবে না। স্বৈরাচারী হাসিনা যেভাবে হামলা-মামলা দিয়ে বিরোধী মতকে অন্যায়ভাবে দমন করতে চেয়েছিল, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সে কাজই করছে।

মোশাররফ হোসেন আরও বলেন, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল করতে হবে।

এ বিষয়ে জানতে বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

প্রসঙ্গত, ববির আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। সোমবার সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে এ ডায়েরি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত