Ajker Patrika

ঝালকাঠিতে আ. লীগ নেতা খুন, নারী আটক

ঝালকাঠি সংবাদদাতা
ঝালকাঠিতে আ. লীগ নেতা খুন, নারী আটক

ঝালকাঠি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিক (৫০) খুন হয়েছেন। রিপনের প্রতিবেশী এক নারীর ঘরে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন। এই নারীর সঙ্গে রিপন মল্লিকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে ধারণা করছেন স্থানীয় অনেকে। 

মৃতদেহ ওই বাসায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে ঝালকাঠি সদর থানা-পুলিশকে খবর দেয়। মরদেহ রাতেই উদ্ধার করে পুলিশ। ওই নারীকে আটক করা হয়েছে। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগের নেতা রিপন মল্লিক প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া-আসা করতেন। ওই নারীর ছেলে ৪ দিন আগে ঢাকায় যায়। মৃতদেহ উদ্ধারের সময় নারী ঘরে একা ছিলেন।

প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘(সোমবার) রাত সাড়ে ১০ টায় ওই নারী ঘরের ভেতরে চিৎকার করছিলেন। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি, রিপন মল্লিক অর্ধ বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন।’ ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার  মো. মুহিতুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত