Ajker Patrika

কনটেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৩
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নুরুজ্জামান কাফি। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নুরুজ্জামান কাফি। ছবি: আজকের পত্রিকা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাফি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি মামলায় উল্লেখ করেন।

পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, কাফির এ ঘটনায় একটি মামলা হয়েছে। কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ছয় সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে পেরেছে।

আগুনে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির বাবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত