Ajker Patrika

বরগুনায় ইউপি চেয়ারম্যান তানভীর গ্রেপ্তার

বরগুনা সংবাদদাতা
তানভীর আহমেদ সিদ্দিকী। ছবি: সংগৃহীত
তানভীর আহমেদ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

বরগুনা থানা-পুলিশের অভিযানে যুবলীগ নেতা ও ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন। তিনি বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের একটি বাসা থেকে গ্রেপ্তার হন তানভীর। 

এ বছর বরগুনায় শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণসহ এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পুলিশের নজরদারিতে ছিলেন তিনি। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। 

এর আগে তানভীরের বড় ভাই বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা, জেলা যুবলীগ নেতা ও গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরগুনা থানার বিশেষ আইনে মামলার আসামি। বিকেল ৫টায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত