Ajker Patrika

বরিশাল-২ আসনে ৯০ হাজার ভোটের ব্যবধানে জয়ী রাশেদ খান মেনন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১: ৩৭
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাশেদ খান মেনন। বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেরেবাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট।

এর মধ্যে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট এবং ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে। 

প্রসঙ্গত, বরিশাল-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৮, আর নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন। মোট কেন্দ্রের সংখ্যা ১৩৭। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত