Ajker Patrika

পটুয়াখালীতে নিহত হৃদয় চন্দ্রের পরিবারকে অনুদান দিল জামায়াত

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২: ৫১
পটুয়াখালীতে নিহত হৃদয় চন্দ্রের পরিবারকে অনুদান দিল জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের সাবেক শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই অনুদান হস্তান্তর করা হয়।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসেন হেলাল ওই পরিবারের সদস্যদের হাতে এককালীন অনুদানের টাকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন হৃদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তাঁর মা, বোন, দুলাভাইসহ পরিবারের অন্য সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের আমির প্রফেসর মোহাম্মদ শাহ আলম, জেলা সেক্রেটারি এ বি এম সাইফুল্লা, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, করিম মৃধা কলেজের শিক্ষক অশোক দাস, গৌতম কুমার দাস প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের নেতারা হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তা ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর ২২ জনকে ২২ লাখ টাকা অনুদান দেওয়ার কথা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত