গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
পূর্ববিরোধের জের ধরে বিধবা নারীর বাড়িতে ঢুকে হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে ঘটনাটি ঘটেছে।
ওই গ্রামের মৃত আবুল হাওলাদারের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) অভিযোগ করে বলেন, এক মাস আগে তাঁর বাড়ি থেকে ১৪টি হাঁসের বাচ্চা চুরি করে নিয়ে যান মাহিলাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম হাওলাদারের মা। এ নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার নতুন করে আবার ২০টি হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ায় শাহানাজ পারভীন ও জসিমের মা-বাবার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য জসিম হাওলাদারকে ফোন করলে জসিম হাওলাদারের নেতৃত্বে তাঁর ভাই সুমন হাওলাদার (২৮) ও নয়ন হাওলাদার (২২) দেশীয় অস্ত্র নিয়ে ওই বিধবা নারীর বসতবাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এ ছাড়া সুমন হাওলাদার (২৮) তাঁর ছেলে আমিন হাওলাদারকে কুপিয়ে জখম করেন। এ সময় হামলা ঠেকাতে গেলে শাহনাজ পারভীন ও তাঁর মেয়ে ডেনি আক্তারকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শাহনাজ আরও জানান, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁর বাড়িতে ঢোকার সাঁকোটি ভেঙে দেয়।
হামলায় নেতৃত্ব দেওয়ার ইউপি সদস্য জসিম হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর মা-বাবা ও ভাইদের সঙ্গে ঝগড়ার সংবাদ পেয়ে তিনি ওই বাড়িতে ঝগড়া ফেরাতে গিয়েছিলেন। কিন্তু তিনি কাউকে আঘাত করেননি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় বুধবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগর ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববিরোধের জের ধরে বিধবা নারীর বাড়িতে ঢুকে হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে ঘটনাটি ঘটেছে।
ওই গ্রামের মৃত আবুল হাওলাদারের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) অভিযোগ করে বলেন, এক মাস আগে তাঁর বাড়ি থেকে ১৪টি হাঁসের বাচ্চা চুরি করে নিয়ে যান মাহিলাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম হাওলাদারের মা। এ নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার নতুন করে আবার ২০টি হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ায় শাহানাজ পারভীন ও জসিমের মা-বাবার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য জসিম হাওলাদারকে ফোন করলে জসিম হাওলাদারের নেতৃত্বে তাঁর ভাই সুমন হাওলাদার (২৮) ও নয়ন হাওলাদার (২২) দেশীয় অস্ত্র নিয়ে ওই বিধবা নারীর বসতবাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এ ছাড়া সুমন হাওলাদার (২৮) তাঁর ছেলে আমিন হাওলাদারকে কুপিয়ে জখম করেন। এ সময় হামলা ঠেকাতে গেলে শাহনাজ পারভীন ও তাঁর মেয়ে ডেনি আক্তারকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শাহনাজ আরও জানান, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁর বাড়িতে ঢোকার সাঁকোটি ভেঙে দেয়।
হামলায় নেতৃত্ব দেওয়ার ইউপি সদস্য জসিম হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর মা-বাবা ও ভাইদের সঙ্গে ঝগড়ার সংবাদ পেয়ে তিনি ওই বাড়িতে ঝগড়া ফেরাতে গিয়েছিলেন। কিন্তু তিনি কাউকে আঘাত করেননি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় বুধবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগর ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমনিরহাটে অপহরণের এক দিন পর সেপটিক ট্যাংকের নিচের মাটি খুঁড়ে শাকিল নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শিশুকে হত্যার পর ওই এলাকার অন্য একটি বাড়ির সেপটিক ট্যাংকের নিচে পুঁতে রাখেন।
১৯ মিনিট আগেবাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি। আজ মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
২৪ মিনিট আগে’৭১-এর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে ফেলার গভীর নীলনকশা জিয়াউর রহমান নস্যাৎ করে দেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে
২৫ মিনিট আগেআমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব (ক্ষমতা) পাওয়ার জন্য আমরা হানাহানি-খুনোখুনি করি, সে দেশের ১২টা তো বাজবেই। আমাদের আল্লাহকে ভয় করতে হবে। জনগণের শাসক না হয়ে সেবক হতে হবে এবং রমজানে সবাইকে সংযম অবলম্বন করতে হবে।
২৮ মিনিট আগে