Ajker Patrika

এবার ববিতে হল প্রভোস্ট ও এক পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আব্দুল আলিম বাছের ও সঞ্জয় কুমার সরকার। ছবি: আজকের পত্রিকা
আব্দুল আলিম বাছের ও সঞ্জয় কুমার সরকার। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের প্রভোস্ট পদ থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাছের। একই দিন বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।

এর আগে গত ২৯ এপ্রিল বিজয় ২৪ হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান। এভাবে গুরুত্বপূর্ণ পদ থেকে একের পর এক পদত্যাগের কারণে নড়বড়ে হয়ে যাচ্ছে ববির প্রশাসনিক ভিত্তি। এদিকে আজ দুপুর থেকে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

পদত্যাগ করা শেরেবাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বাছের জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। চলমান আন্দোলনের সঙ্গে এর সম্পৃক্ততা আছে কি না, প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি। এ ছাড়া জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করা সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে জবাব না দিয়েই তিনি ফোনের লাইন কেটে দেন।

তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, এর প্রভাবে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদ থেকে ভিসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে ভিসি তা প্রকাশ করছেন না।

এ ব্যাপারে জানতে ববির উপচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত