মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের মো. সুমন খানের ছেলে আরিয়ান খান এবং মো. জব্বার খানের মেয়ে সারিকা। এদের মধ্যে আরিয়ানের বয়স ২ বছর ৬ মাস এবং সারিকার বয়স ২ বছর ৪ মাস। তারা দুজন চাচাতো ভাইবোন।
আরিয়ানের দাদা মো. বাবুল খান জানান, সমবয়সী হওয়ায় সারিকা ও আরিয়ান একসঙ্গে খেলাধুলা করত। বেশির ভাগ সময়ই তারা একসঙ্গে থাকত। আজ বুধবার সকালে তারা দুজন বাড়ির সামনে খেলতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আরিয়ানের বাবা সুমন খান বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী রাড়ি বাড়ির সামনে পুকুর থেকে ডুবন্ত দুজনকে হাত ধরা অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মুলাদী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরিয়ানের দাদি সুরাইয়া বেগম বলেন, খেলতে গিয়ে কোনো একসময় তারা পড়ে গিয়েছিল। পুকুরে পানি কম থাকায় তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে আরিয়ানের বাবা উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
মুলাদী হাসপাতালের চিকিৎসক তানজিলা সুখী বলেন, পানিতে ডোবার কিছুক্ষণের মধ্যেই আরিয়ান ও সারিকার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় মুলাদী হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, শিশুদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বরিশালের মুলাদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের মো. সুমন খানের ছেলে আরিয়ান খান এবং মো. জব্বার খানের মেয়ে সারিকা। এদের মধ্যে আরিয়ানের বয়স ২ বছর ৬ মাস এবং সারিকার বয়স ২ বছর ৪ মাস। তারা দুজন চাচাতো ভাইবোন।
আরিয়ানের দাদা মো. বাবুল খান জানান, সমবয়সী হওয়ায় সারিকা ও আরিয়ান একসঙ্গে খেলাধুলা করত। বেশির ভাগ সময়ই তারা একসঙ্গে থাকত। আজ বুধবার সকালে তারা দুজন বাড়ির সামনে খেলতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আরিয়ানের বাবা সুমন খান বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী রাড়ি বাড়ির সামনে পুকুর থেকে ডুবন্ত দুজনকে হাত ধরা অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মুলাদী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরিয়ানের দাদি সুরাইয়া বেগম বলেন, খেলতে গিয়ে কোনো একসময় তারা পড়ে গিয়েছিল। পুকুরে পানি কম থাকায় তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে আরিয়ানের বাবা উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
মুলাদী হাসপাতালের চিকিৎসক তানজিলা সুখী বলেন, পানিতে ডোবার কিছুক্ষণের মধ্যেই আরিয়ান ও সারিকার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় মুলাদী হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, শিশুদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা। আজ রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন তারা।
১৩ মিনিট আগেঅভিযুক্ত সাংবাদিক রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিম। তিনি আলদাতপুরে হিন্দুপল্লিতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন।
১ ঘণ্টা আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
১ ঘণ্টা আগে