Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়: তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৩: ৫১
বরিশাল বিশ্ববিদ্যালয়: তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের এক ছাত্রী প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। জান্নাতুল ফেরদৌস নামক ওই ছাত্রী ২০১৭-১৮ বর্ষের মাস্টার্সে অধ্যয়নরত। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তাঁকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জান্নাতুল নগরের ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার সৈয়দ আলাউদ্দিনের মেয়ে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তানভির কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত ছাত্রীকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তৃতীয় তলা থেকে তিনি পড়েছিলেন।
 
ববি প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে এখন পর্যন্ত রক্ষা পেলেও ঝুঁকিমুক্ত কি না, তা কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত