আমতলী (বরগুনা) প্রতিনিধি
মা মারা যান ২০০৭ সালে। তখন থেকে মামা-মামির কাছে থাকেন প্রতিবন্ধী তরুণ আবু রায়হান (২২)। এর মধ্যেই ২০২০ সালে বাবাকেও হারান। সারা দিন মোবাইল ফোনে অ্যাকশন মুভি দেখে সময় কাটে তাঁর। আজ সোমবার সকালেও অ্যাকশন মুভি দেখছিলেন। সেখানে ছুরিকাঘাতের দৃশ্য দেখে নিজ পেটেও ছুরি চালিয়েছেন তিনি।
বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
পরিবার সূত্র জানায়, আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। রায়হানের তিন বছর বয়সে তাঁর মা রেশমা বেগম ২০০৭ সালে মারা যান। তখন থেকেই মামা জিহাদ হাওলাদার ও মামি ঝরনা বেগম তাঁকে লালন-পালন করে আসছেন। ২০২০ সালে তাঁর বাবা তাজুল ইসলাম মারা যাওয়ার পর আবু রায়হান মোবাইলে আসক্ত হয়ে পড়েন এবং অ্যাকশন মুভি দেখে সময় কাটায়। অনেক চেষ্টা করেও তাঁকে আসক্ত থেকে ফেরানো যায়নি।
আজ সোমবার সকালের খাবার খেয়ে ঘরে বসে মোবাইলে অ্যাকশন মুভি দেখছিলেন রায়হান। সে সময় নিজের পেটে ছুরি ঢুকিয়ে গুরুতর আহত হয়। মামা-মামি তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মামি ঝরনা বেগম বলেন, ‘আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। কথা বলতে পারে না ও কানেও শোনে না। ১৮ বছর ধরে আমিই লালন-পালন করে আসছি। সোমবার সকালে খাবার খেয়ে ঘরে মোবাইলে অ্যাকশন মুভি দেখতেছিল। ওই ছবি দেখে নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে ডাকচিৎকার শুনে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছি।’
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, আবু রায়হানকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মা মারা যান ২০০৭ সালে। তখন থেকে মামা-মামির কাছে থাকেন প্রতিবন্ধী তরুণ আবু রায়হান (২২)। এর মধ্যেই ২০২০ সালে বাবাকেও হারান। সারা দিন মোবাইল ফোনে অ্যাকশন মুভি দেখে সময় কাটে তাঁর। আজ সোমবার সকালেও অ্যাকশন মুভি দেখছিলেন। সেখানে ছুরিকাঘাতের দৃশ্য দেখে নিজ পেটেও ছুরি চালিয়েছেন তিনি।
বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
পরিবার সূত্র জানায়, আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। রায়হানের তিন বছর বয়সে তাঁর মা রেশমা বেগম ২০০৭ সালে মারা যান। তখন থেকেই মামা জিহাদ হাওলাদার ও মামি ঝরনা বেগম তাঁকে লালন-পালন করে আসছেন। ২০২০ সালে তাঁর বাবা তাজুল ইসলাম মারা যাওয়ার পর আবু রায়হান মোবাইলে আসক্ত হয়ে পড়েন এবং অ্যাকশন মুভি দেখে সময় কাটায়। অনেক চেষ্টা করেও তাঁকে আসক্ত থেকে ফেরানো যায়নি।
আজ সোমবার সকালের খাবার খেয়ে ঘরে বসে মোবাইলে অ্যাকশন মুভি দেখছিলেন রায়হান। সে সময় নিজের পেটে ছুরি ঢুকিয়ে গুরুতর আহত হয়। মামা-মামি তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মামি ঝরনা বেগম বলেন, ‘আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। কথা বলতে পারে না ও কানেও শোনে না। ১৮ বছর ধরে আমিই লালন-পালন করে আসছি। সোমবার সকালে খাবার খেয়ে ঘরে মোবাইলে অ্যাকশন মুভি দেখতেছিল। ওই ছবি দেখে নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে ডাকচিৎকার শুনে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছি।’
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, আবু রায়হানকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তাপাড় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং। মঙ্গলবার উপজেলার লক্ষীটারী ইউনিয়নে দ্বিতীয় তিস্তা সেতুসংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং তিস্তাপারের মানুষের সঙ্গে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও নদীভাঙনে তিস্তাপারের জনমানুষের...
৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক ব্যক্তি মারা গেছে বলে ধারণা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুর স্কুলমাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রকল্পের সভাপতি করে ওয়াজ মাহফিলের টাকা লুটপাটের অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৭ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজানে ৩৮ বছরের পুরোনো জামিয়া আরাবিয়া বাহরুল উলুম কওমি মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পরিচালক আবু হানিফা নোমান। প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে।
৪৪ মিনিট আগে