Ajker Patrika

পিরোজপুরে কলার ছড়ির সমর্থক নিহত: প্রধান আসামি সিরাজ ফরাজি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে কলার ছড়ির সমর্থক নিহত: প্রধান আসামি সিরাজ ফরাজি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় গত বুধবার গুরুতর আহত হন জাহাঙ্গীর পঞ্চাইত (৫৫)। পরদিন বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুলু বেগমের মামলায় প্রধান আসামি সিরাজ ফরাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। আসামি সিরাজ ফরাজি উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নে গত বুধবার জমিজমা ও বংশ পরম্পরায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত আহত হন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহতের স্ত্রী বুলু বেগম বাদী হয়ে ৭ জনকে নামীয় এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। আমাদের পুলিশের টিম অভিযান চালিয়ে আজ ভোরে প্রধান আসামি সিরাজ ফরাজিকে গ্রেপ্তার করেছে। এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। বংশ পরম্পরায় পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।’ 

বুলু বেগম অভিযোগে উল্লেখ করেন, ‘আমার স্বামী জাহাঙ্গীর পঞ্চায়েত সাংসারিক কাজকর্ম করেন। আমার চাচা শ্বশুর সোবাহান শরীফ এর সঙ্গে আসামি মো. সিরাজুল ফরাজির বাদুরা বাজারে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। সোহরাব শরীফের বাজারে জমিতে সিরাজুল ফরাজির বাবা বশির ফরাজি এক বছর আগে জোর করে দোকান ঘর নির্মাণ করে। সোবাহান শরীফ আমার চাচা শ্বশুর হওয়ায় সিরাজ শরীফ আমাদের ওপরে ক্ষিপ্ত থাকে এবং ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে ফরাজি বাড়ির সামনে পেয়ে পিটিয়ে আহত করে। তাঁকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া এরপরে বরিশালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।’ 

নিহত জাহাঙ্গীর পঞ্চায়েতের ছেলে ইমরান বলেন, ‘মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিরাও এর সঙ্গে জড়িত ছিল। নির্বাচনের কারণে বাকি আসামিরা যেন ফসকে যেতে না পারে। আমরা সকল আসামিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’ 

গত বুধবার বিকেলে জাহাঙ্গীর পঞ্চাইত তার প্রতিপক্ষ ফরাজি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ে পূর্ব শত্রুতার জেরে প্রধান অভিযুক্ত সিরাজ ফরাজি তাকে পিটিয়ে আহত করে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. শামীম শাহনেওয়াজের কর্মী সমর্থক ছিলেন। আর ফরাজি পরিবার স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির (ঈগল) সমর্থক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত