Ajker Patrika

ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না: রেজাউল করিম

পটুয়াখালী প্রতিনিধি
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আমাদের ব্যবহার করে কেউ ক্ষমতার মসনদে বসবে, সেই সুযোগ দেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করিনি না, যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম তাহলে অনেকবার সংসদে বসতে পারতাম। কিন্তু তা করিনি। আমাদের ব্যবহার করে কেউ মসনদে বসে দুর্নীতি, অনিয়ম, গুম-খুনের রাজনীতি করবে—তা ইসলামী আন্দোলন সমর্থন করে না। ইসলামী আন্দোলন ন্যায়নীতির রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। যদি ক্ষমতার রাজনীতি করতাম তাহলে অনেক সুযোগ ছিল। সেই সুযোগ নিইনি। আগামীর বাংলাদেশ হবে ইসলামি বাংলাদেশ। যেখানে কোনো অন্যায় থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করবে।’

উপজেলা যুব আন্দোলনের সভাপতি এইচ এম নুরুল আমিন সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহা. আবু বকর ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মাদ আলী হাসান রুহানী ও সাধারণ সম্পাদক কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত