Ajker Patrika

বরিশালে প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ ৩ দাবি গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
তিন দাবিতে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
তিন দাবিতে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ তিন দফা দাবি জানিয়েছে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।

এতে সংগঠনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ক্যাব বরিশাল জেলা সাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত, রুবিনা ইয়াসমিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন দফা দাবিগুলো হলো—প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করন, বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল এবং সব স্লাবে বিদ্যুৎ বিলের মূল্য একই রেট নির্ধারণ করা।

সংগঠনটি জানায়, আগামী ২ জানুয়ারি টাউন হল চত্বরে জমায়েত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত