Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাইল ছবি
ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বর্তমান ও সাবেক ২১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি উপাচার্যের সঙ্গে সভা করবেন।’

ওই শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ ধরনের সিদ্ধান্তে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী।

সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন ২১ ছাত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল শুক্রবার রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। এ ক্ষেত্রে মামলা দায়ের কিংবা একাডেমিক শাস্তি যেকোনো একটি অথবা দুটি ব্যবস্থাই নেওয়া হতে পারে।

এর আগে ছাত্র আন্দোলনকারীদের তিনটি পক্ষ পৃথকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের তালিকা করে উপাচার্যের কাছে জমা দেন। সেখান থেকে যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থায় আনা শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত