Ajker Patrika

তীব্র তাপপ্রবাহে দুই জেলায় ৫ শিক্ষার্থী অসুস্থ

কলাপাড়া (পটুয়াখালী) ও বরিশাল প্রতিনিধি 
তীব্র তাপপ্রবাহে দুই জেলায় ৫ শিক্ষার্থী অসুস্থ

তীব্র তাপপ্রবাহে বরিশাল ও পটুয়াখালীর কলাপাড়ার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজে ও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। এ সময় ওই দুই শ্রেণির তিন শিক্ষার্থী তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ে।

৬ষ্ঠ শ্রেণির অসুস্থ শিক্ষার্থী তাসনিন বলে, প্রথম ক্লাস থেকে পেটে ব্যথা, মাথা ব্যথা ও বমি বমি ভাব হচ্ছিল। কিছুক্ষণ মধ্যে গরমের কারণে অসুস্থ হয়ে পড়ি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাওসার হোসেন বলেন, এক একটি শ্রেণি কক্ষে ৪০ জন শিক্ষার্থী ক্লাস করছিল। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের সংবাদ দেওয়া হলে তারা এসে তিন ছাত্রীকে বাসায় নিয়ে গেছে।

এদিকে কুয়াকাটায় বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে সাড়ে ১০টার দিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ না থানায় গরমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় ওই দুই ছাত্রী মোসা. কারিমা ও মো. ইমান ইসাকে শ্রেণি কক্ষ থেকে বের করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সুস্থ হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেয় শিক্ষকেরা। অন্যান্য শিক্ষার্থীদের খোলা জায়গায় রাখা হয়।

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘গতকাল থেকে স্কুল খোলা। কালকে সমস্যা হয়নি আজকে দশটায় ক্লাস শুরু কথা থাকলেও আমরা এর আগেই ক্লাস শুরু করি। দুপুর ১টার মধ্যে শিক্ষার্থী ছেড়ে দিই। এর মধ্যেই সাড়ে দশটার দিকে বিদ্যুৎ না থাকার কারণে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি এবং বিদ্যুৎ অফিসে কল করি।’

কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান বলেন, ‘অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা খবর পেয়েছি। শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছে। অতিরিক্ত গরমে এই ধরনের সমস্যা হচ্ছে, গাছের ছায়া এলাকায় বেশি বেশি থাকার পরামর্শ দিচ্ছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত