Ajker Patrika

তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরি: সাবেক ইউপি সদস্যসহ তিনজন আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরি: সাবেক ইউপি সদস্যসহ তিনজন আটক

রগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া তামার তারসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাঁর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়। দুই দিন আগে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ তামার তার চুরি হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার নিশানবাড়িয়া ইউপির সাবেক সদস্য গোলাম মস্তফা (৫০), সোহেল (৩০) ও হাসান (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ৩৬০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দুই দিন আগে বিপুল পরিমাণ তামার তার চুরি হয়। পরে মেনিপাড়া এলাকায় মিলন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২৩০ কেজি তামার তার উদ্ধার করা হয়।

ওই রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় মামলা করে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। এরপর চোর ধরতে পুলিশের অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই তার বিক্রির উদ্দেশ্যে সাবেক ইউপি সদস্য মস্তফা কামাল পাচার করছেন এমন সংবাদের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ভোরে তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় ৬৮ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫৭ হাজার আট শ টাকা।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত