Ajker Patrika

লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২ 

ভোলার লালমোহনে বাসচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

আজ রোববার বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং মো. জব্বার হোসেন (৫৫) একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দুজনই পথচারী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি বাস চরফ্যাশন থেকে ভোলায় যাচ্ছিল। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে। ঘটনার পর গাড়িটি রেখে চালক পালিয়ে গেছে।

পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত