Ajker Patrika

বরিশাল সদর হাসপাতাল: টেন্ডার না পেয়ে সংস্কারকাজ বন্ধ করলেন সাবেক ছাত্রনেতা

খান রফিক, বরিশাল
আপডেট : ২১ জুন ২০২৪, ১০: ৫৮
বরিশাল সদর হাসপাতাল: টেন্ডার না পেয়ে সংস্কারকাজ বন্ধ করলেন সাবেক ছাত্রনেতা

বরিশাল সদর হাসপাতালে চলমান সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আরিফুর রহমান অপু নামের সাবেক এক ছাত্রনেতার বিরুদ্ধে। সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ঈদুল আজহার দুই দিন আগে কাজ বন্ধ করে দেন আরিফুর। তবে সংশ্লিষ্ট সূত্র বলেছে, হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগের সংস্কারকাজের টেন্ডার না পেয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

এদিকে সংস্কারকাজ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিশেষ করে হাসপাতালের অন্তর্বিভাগের ছাদের কাজ বন্ধ থাকায় গত দুই দিনের বৃষ্টিতে ফ্লোর পানিতে তলিয়ে গেছে। যে কারণে সেখানকার শিশু ওয়ার্ডে ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে।

অভিযুক্ত আরিফুর রহমান অপু বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) সাবেক ম্যাগাজিন সম্পাদক। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বরিশাল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘অপু (আরিফুর রহমান অপু) নামের একজন এসে ঠিকাদারদের বলেছেন, সংস্কারকাজ বিধি মোতাবেক হচ্ছে না। ওনার চাপে ঠিকাদার হাসপাতালের অন্তর্বিভাগের ছাদের সংস্কারকাজ ও হাসপাতালের বহির্বিভাগের ভবনের সংস্কারকাজ বন্ধ রেখেছে।’ 
অভিযুক্ত আরিফুর রহমান অপু বলেন, ‘ছাদ ঢালাইয়ের যে রড ও সিমেন্ট ব্যবহার হচ্ছে, সেগুলো নিম্নমানের। আমি হাসপাতালসংলগ্ন এলাকার ছেলে, নিম্নমানের কাজ তো হতে দিতে পারি না। যে কারণে সংস্কারকাজ বন্ধ রেখে নির্বাহী প্রকৌশলীকে আসতে বলা হয়েছে।’ হাসপাতাল ভবনে ব্যানার টাঙানোর বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার ছেলেপেলেরা সাঁটিয়েছে। নামিয়ে ফেলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত