মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার গ্রেপ্তার শাহআলম বিশ্বাসকে আদালতে পাঠানো হয়। এ মামলায় শাহআলম বিশ্বাসের নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাহআলম বিশ্বাস উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্য চালিটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চালিতাবুনিয়া গ্রামের কোব্বাত আলী বিশ্বাসের ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা-কর্মীরা উপজেলা শহর সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে আসে। এ সময় তারা লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলায় শাহআলম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার গ্রেপ্তার শাহআলম বিশ্বাসকে আদালতে পাঠানো হয়। এ মামলায় শাহআলম বিশ্বাসের নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাহআলম বিশ্বাস উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্য চালিটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চালিতাবুনিয়া গ্রামের কোব্বাত আলী বিশ্বাসের ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা-কর্মীরা উপজেলা শহর সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে আসে। এ সময় তারা লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলায় শাহআলম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
দুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
২৯ মিনিট আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
১ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগেরংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
২ ঘণ্টা আগে