বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও জেলে পাঠানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকেরা।
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম মিজানুর রহমান, আরেফিন সহিদ, অতুল চন্দ্র পাল, সদস্য জিতেন্দ্র নাথ রায়, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সদস্য মো. অহিদুজ্জামান সুপন ও এম এ বাশার প্রমুখ।
বক্তারা বাউফলের ইউএনও মো. আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রসঙ্গত, গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে ইউএনওকে আমন্ত্রণ না জানানোয় ক্ষিপ্ত হয়ে কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলকে প্রকাশ্যে শাস্তি ও জেলে পাঠানোর হুমকি দেন ইউএনও।
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও জেলে পাঠানোর হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকেরা।
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম মিজানুর রহমান, আরেফিন সহিদ, অতুল চন্দ্র পাল, সদস্য জিতেন্দ্র নাথ রায়, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সদস্য মো. অহিদুজ্জামান সুপন ও এম এ বাশার প্রমুখ।
বক্তারা বাউফলের ইউএনও মো. আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রসঙ্গত, গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে ইউএনওকে আমন্ত্রণ না জানানোয় ক্ষিপ্ত হয়ে কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলকে প্রকাশ্যে শাস্তি ও জেলে পাঠানোর হুমকি দেন ইউএনও।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা অনেকগুলো বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছি। একটি বিষয় স্বীকার করতে হবে, চুক্তি বাস্তবায়ন হচ্ছে না মানেই এখানে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। ছোট বিষয়গুলো, যেগুলো সহজেই সমাধান করা যায়, সেগুলো আমরা শেষ করে ফেলি। যেগুলো একটু কঠিন
৩ মিনিট আগে’৭১ ও ’২৪ দুটোই মুক্তির চেতনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেজাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নিহতদের স্বজনরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনরা দেননি। তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’
১৬ মিনিট আগেএসএসসি পরীক্ষার ফলাফল শুনে আজকাল পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হয়তো এসব শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়েছে। তাই ডোপ টেস্ট করিয়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে। আজ শনিবার বরিশালে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
২৬ মিনিট আগে