পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি
হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছেন মালিক। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যিনি প্রাণীটির সন্ধান দিতে পারবেন, তাঁকে পুরস্কৃত করা হবে।
বরগুনার পাথরঘাটা শহরের গুরুত্বপূর্ণ স্থানে এমন পোস্টার সাঁটিয়েছেন বিড়ালের মালিক তানিয়া আক্তার। তিনি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পোস্টারে লেখা রয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পাথরঘাটা বাজার (গোলচত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গেছে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সন্ধান দিতে পারলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিড়ালটির বিবরণ হিসেবে গায়ের ‘মাটি মাটি শেওলা’ রং ও গলায় একটি ঘণ্টা বাঁধা রয়েছে বলে উল্লেখ করা হয়।
তানিয়া জানান, তাঁর শখের বিড়ালটি এক মাস আগে হারিয়ে যায়। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও পাননি। শেষে দুই দিন আগে শহরে পোস্টার সাঁটিয়ে ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাথরঘাটার বিভিন্ন গ্রুপে বিড়ালটির সন্ধান চেয়ে পোস্ট করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, বিড়ালটিকে সম্প্রতি পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাইম হাওলাদার। তিনি আজকের পত্রিকাকে জানান, গলায় ঘণ্টা দেওয়া একটি বিড়ালকে তাঁদের অপেক্ষাগারে ঘুরতে দেখেছেন।
খবর পেয়ে প্রতিদিন কয়েকবার সেখানে এসে বিড়ালটিকে খুঁজছেন তানিয়া। তাঁর বাবা মঞ্জুরুল ইসলাম জানান, তানিয়া ছয় মাস ধরে বিড়ালটিকে পুষছিলেন। বিড়ালটি হারিয়ে তিনি কয়েক দিন খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রাণীটি হারানোর এক মাস হলেও এখনো ফিরে পাওয়ার আশায় রয়েছেন তানিয়া।
হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছেন মালিক। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যিনি প্রাণীটির সন্ধান দিতে পারবেন, তাঁকে পুরস্কৃত করা হবে।
বরগুনার পাথরঘাটা শহরের গুরুত্বপূর্ণ স্থানে এমন পোস্টার সাঁটিয়েছেন বিড়ালের মালিক তানিয়া আক্তার। তিনি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পোস্টারে লেখা রয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পাথরঘাটা বাজার (গোলচত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গেছে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সন্ধান দিতে পারলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিড়ালটির বিবরণ হিসেবে গায়ের ‘মাটি মাটি শেওলা’ রং ও গলায় একটি ঘণ্টা বাঁধা রয়েছে বলে উল্লেখ করা হয়।
তানিয়া জানান, তাঁর শখের বিড়ালটি এক মাস আগে হারিয়ে যায়। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও পাননি। শেষে দুই দিন আগে শহরে পোস্টার সাঁটিয়ে ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাথরঘাটার বিভিন্ন গ্রুপে বিড়ালটির সন্ধান চেয়ে পোস্ট করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, বিড়ালটিকে সম্প্রতি পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাইম হাওলাদার। তিনি আজকের পত্রিকাকে জানান, গলায় ঘণ্টা দেওয়া একটি বিড়ালকে তাঁদের অপেক্ষাগারে ঘুরতে দেখেছেন।
খবর পেয়ে প্রতিদিন কয়েকবার সেখানে এসে বিড়ালটিকে খুঁজছেন তানিয়া। তাঁর বাবা মঞ্জুরুল ইসলাম জানান, তানিয়া ছয় মাস ধরে বিড়ালটিকে পুষছিলেন। বিড়ালটি হারিয়ে তিনি কয়েক দিন খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রাণীটি হারানোর এক মাস হলেও এখনো ফিরে পাওয়ার আশায় রয়েছেন তানিয়া।
জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
৪ মিনিট আগেশিক্ষার্থীদের আমরণ অনশনের ১৭ ঘণ্টা পার হয়েছে আজ মঙ্গলবার। দীর্ঘ সময় না খেয়ে থাকায় আন্দোলনরত শিক্ষার্থী ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছেন। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।
২৩ মিনিট আগেখুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া কবরস্থানের সামনে একটি ফাঁকা স্থানে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
৩৩ মিনিট আগেকিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার বাগ্বিতণ্ডায় ছুরিকাঘাতে মোকারিম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে