নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে যানবাহন থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে আটক করেছেন সেনাসদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন ও জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহিম। তাঁরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নেছারাবাদ সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাসদস্যদের নিয়মিত টহল অভিযানের সময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। এ সময় সেনাসদস্যরা ৮ হাজার ৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের রসিদসহ তাঁদের আটক করেন। পরে তাঁদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।
তবে আটক ব্যক্তিদের দাবি, তাঁরা স্বরূপকাঠি পৌরসভার পৌর স্ট্যান্ড ইজারা নিয়েছেন। এ কারণে যানবাহন থেকে রসিদের মাধ্যমে চাঁদা তুলেছেন।
স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘স্বরূপকাঠি পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা তুলছিলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি। চাঁদা ওঠানোর জন্য একাধিকবার বারণ করার পরও তাঁরা চাঁদা উঠিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাঁদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে যানবাহন থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে আটক করেছেন সেনাসদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন ও জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহিম। তাঁরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নেছারাবাদ সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাসদস্যদের নিয়মিত টহল অভিযানের সময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। এ সময় সেনাসদস্যরা ৮ হাজার ৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের রসিদসহ তাঁদের আটক করেন। পরে তাঁদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।
তবে আটক ব্যক্তিদের দাবি, তাঁরা স্বরূপকাঠি পৌরসভার পৌর স্ট্যান্ড ইজারা নিয়েছেন। এ কারণে যানবাহন থেকে রসিদের মাধ্যমে চাঁদা তুলেছেন।
স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘স্বরূপকাঠি পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা তুলছিলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি। চাঁদা ওঠানোর জন্য একাধিকবার বারণ করার পরও তাঁরা চাঁদা উঠিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাঁদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সদ্য ঘোষিত চারটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় সদ্য ঘোষিত উপজেলার বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির কমিটির নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এ সময় গঠিত কম
১০ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়
১২ মিনিট আগেঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্তপ্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ।
২৪ মিনিট আগেবরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা।
২৭ মিনিট আগে