পিরোজপুর প্রতিনিধি
রাজধানী থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। সে রাজধানীর সোয়ারীঘাট এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। আজ রোববার বরিশাল র্যাব-৮ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক অমিত হাসান জানান, গতকাল শনিবার রাতে র্যাব-৮ ও র্যাব-২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে শিশুটির মা শিশুটিকে নিয়ে অপহরণকারী হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার জন্য দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় গত শনিবার রাতে র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানী থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। সে রাজধানীর সোয়ারীঘাট এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। আজ রোববার বরিশাল র্যাব-৮ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক অমিত হাসান জানান, গতকাল শনিবার রাতে র্যাব-৮ ও র্যাব-২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে শিশুটির মা শিশুটিকে নিয়ে অপহরণকারী হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার জন্য দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় গত শনিবার রাতে র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে ফুটপাতের অস্থায়ী বাজারে খাজনা তোলাকে কেন্দ্র করে ইজারাদার ও হকারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া দেয় উভয় পক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে মাওনা চৌরাস্তা...
২৬ মিনিট আগেবাংলাদেশ থেকে ২৭ জনকে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনার হোতা জাহিদ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫-এর একটি দল নওগাঁর রানীনগর উপজেলার সিংগারাপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেপ্তার করেছে।
২৮ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে মাদক কারবার। ইয়াবা ও গাঁজার সহজলভ্যতা এবং প্রশাসনের ঢিলেঢালা নজরদারির ফলে কারবারিদের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর-তরুণেরা। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।
৪০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকায় নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে