Ajker Patrika

ভেঙে পড়ল বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সিঁড়ি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ভেঙে পড়ল বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সিঁড়ি

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতল ভবনের সিঁড়ি ভেঙে পড়েছে। গতকাল রোববারের এই দুর্ঘটনায় দুজন নির্মাণশ্রমিক সামান্য আহত হয়েছেন।

জানা গেছে, উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবন নির্মাণকাজ চলছে। ২০১৯-২০ অর্থবছরে বরিশাল এলজিইডি জিপিএস প্রকল্পের অধীনে চার কক্ষের দ্বিতল ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২০ সালে কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিংয়ের নামে কার্যাদেশ দেওয়া হয়। ২০২২ সালের ডিসেম্বরে মো. দেলোয়ার হোসেন নামের মাদারীপুরের এক ঠিকাদার প্রকল্পের নির্মাণকাজ শুরু করেন।

নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম বলেন, গত ডিসেম্বরে ঠিকাদার দেলোয়ার হোসেন নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু করেন। জানুয়ারি মাসে প্রথম তলার সিঁড়িসহ একতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। গত ফেব্রুয়ারি মাসে দোতলার সিঁড়িসহ ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। যার দ্বিতীয় তলার সেন্টারিং এখনো খোলা হয়নি। বর্তমানে প্রথম তলার গাঁথুনির কাজ চলছে।

খায়রুল ইসলাম আরও বলেন, ‘গতকাল ২৬ মার্চ স্কুল বন্ধ থাকলেও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল। বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন ভবনের গোটা সিঁড়িটি ভেঙে পড়ে। তাতে দুজন নির্মাণশ্রমিক সামান্য আহত হয়েছেন।’

বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মো. অলিউর রহমান বলেন, ‘গতকাল রোববার নির্মাণাধীন ভবনের সিঁড়ি ভেঙে পড়ে। এতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী ঠিকাদার নিজের ইচ্ছেমতো অনিয়মের মাধ্যমে নির্মাণকাজ করছেন। কাজের মান অত্যন্ত খারাপ। ভবনের কাজ শেষ হয়নি, এখনই সিঁড়ি ভেঙে পড়েছে। না জানি ভবিষ্যতে ভবন ভেঙে কোন ট্র্যাজেডির সৃষ্টি হয়!’

তবে প্রকল্পের ঠিকাদার মো. দেলোয়ার হোসেন দাবি করেন সিঁড়ি ধসে পড়েনি। তিনি বলেন, কাজে কিছু ত্রুটি ছিল। তাই উপজেলা প্রকৌশলীর নির্দেশে সিঁড়ি ভেঙে নতুন করে করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও মিথ্যা বলে তিনি দাবি করেন।

এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুজ্জামান বলেন, ভার বহনের ক্ষমতা না থাকায় সিঁড়িটি ভেঙে পড়েছে। কাজে কিছু ত্রুটি থাকায় সিঁড়িটি নতুন করে নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত