Ajker Patrika

‘এলাকায় করোনা তেমন নাই, তাই হল চালিয়েছি’

প্রতিনিধি
‘এলাকায় করোনা তেমন নাই, তাই হল চালিয়েছি’

বাউফল (পটুয়াখালী): লকডাউনের মধ্যেও বাউফলে চলছে সিনেমা হল। এতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রকাশ্যেই সিনেমার প্রচার প্রচারণা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার দুপুরে পৌর শহরের কাগুজিপুল এলাকায় বৈশাখী সিনেমা হলে গিয়ে দেখা যায় সেখানে কাজী হায়াত পরিচালিত সাকিব খান অভিনীত 'বীর' সিনেমার প্রদর্শন চলছে। পরিবার পরিজন নিয়ে বহু মানুষ এসেছেন হলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাকালে সিনেমা হল বন্ধের নির্দেশনা দিয়েছে চলচিত্র প্রদর্শক সমিতি। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে ঈদের দিন থেকে চলছে বৈশাখী সিনেমা হল। উপজেলাজুড়ে চলছে ছবি প্রচার।

উপজেলা 'করোনা প্রতিরোধে সচেতন কমিটি'র সদস্য কামরুজ্জামান বাচ্চু বলেন, করোনার সংক্রমণ বিস্তার রোধে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেখানে এভাবে ঢাকঢোল পিটিয়ে সিনেমা হল চালু রাখার বিষয়টি মোটেও কাঙ্ক্ষিত নয়। অবিলম্বে সিনেমা হল বন্ধের দাবি জানান তিনি।

লকডাউনে নিষেধাজ্ঞার মধ্যেও হল চালু রাখা হয়েছে এ প্রশ্নে বৈশাখী সিনেমা হলের ম্যানেজারের দায়িত্বে থাকা সুধীর নট্ট বলেন, ঈদ উপলক্ষে স্থানীয় মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি মাত্র। এ এলাকায় করোনার প্রভাব তেমন একটা নাই। তাই সিনেমা হল চালিয়েছি।

নাম প্রকাশ না করার শর্তে চলচিত্র প্রদর্শক সমিতি পটুয়াখালী জেলা শাখার এক কর্মকর্তা বলেন, কে শোনে কার কথা বলেন! যে যেভাবে পারে চালাচ্ছে। সিনেমা হলেরই তো কোনো খবর নাই। তাই সমিতিরও কোনো কার্যক্রম নাই এখন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ কো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, বৈশাখী সিনেমা হলের মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত