মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে বোনকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দিয়েছেন ভাই। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন বোন। গতকাল সোমবার উপজেলার সফিপুর ইউনিয়নের চরসফিপুর সমিতির হাট এলাকার আইজ উদ্দীন সরদারের ছেলে নাসির সরদার তাঁর বোন রেহানা বেগমের ঘর বিক্রি করে দেন। এ বিষয়ে রেহানা বেগম ভাইয়ের বিরুদ্ধে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে ২০০৮ সালে উপজেলা প্রশাসনের মাধ্যমে বেসরকারি সংস্থা বোস্ট রেহানা বেগমকে একটি বসতঘর উপহার দেন। প্রায় ৫ হাজার ইট ও টিন দিয়ে নির্মিত ঘরে থাকতেন রেহানা। কয়েক বছর আগে জীবিকার জন্য ঢাকায় যান তিনি।
রেহানা বেগম বলেন, ‘চাকরির জন্য ঢাকায় থাকলেও মাঝেমধ্যে বাড়িতে যাওয়া হয়। গতকাল দুপুরে স্থানীয় আলাউদ্দীন খান ঘরটি ভেঙে ইট নিয়ে যান। তাঁর কাছে জানতে চাইলে বলেন, নাসির সরদার ঘর বিক্রি করে দিয়েছেন। ঘর ভেঙে নেওয়ার পর আরেক ভাই ওই জায়গা দখল করছেন। এখন বাড়িতে থাকার মতো কোনো জায়গা নেই।’
ক্রেতা আলাউদ্দীন খান বলেন, ‘নাসির সরদারের কাছ থেকে ৮ হাজার টাকা দরে সাড়ে ৪ হাজার ইট কিনেছি। গতকাল ঘর ভেঙে সেই ইট নেওয়া হয়েছে।’
এ বিষয়ে নাসির সরদার বলেন, ‘রেহানা দীর্ঘদিন ধরে বাড়িতে না থাকায় ঘরটি পরিত্যক্ত ছিল। তাই বিক্রি করে জায়গা করা হয়েছে।’
সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, ‘রেহানা বেগমকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ পেয়েছি। প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হানিফ সিকদার জানান, উপহারের ঘর বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে বোনকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দিয়েছেন ভাই। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন বোন। গতকাল সোমবার উপজেলার সফিপুর ইউনিয়নের চরসফিপুর সমিতির হাট এলাকার আইজ উদ্দীন সরদারের ছেলে নাসির সরদার তাঁর বোন রেহানা বেগমের ঘর বিক্রি করে দেন। এ বিষয়ে রেহানা বেগম ভাইয়ের বিরুদ্ধে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে ২০০৮ সালে উপজেলা প্রশাসনের মাধ্যমে বেসরকারি সংস্থা বোস্ট রেহানা বেগমকে একটি বসতঘর উপহার দেন। প্রায় ৫ হাজার ইট ও টিন দিয়ে নির্মিত ঘরে থাকতেন রেহানা। কয়েক বছর আগে জীবিকার জন্য ঢাকায় যান তিনি।
রেহানা বেগম বলেন, ‘চাকরির জন্য ঢাকায় থাকলেও মাঝেমধ্যে বাড়িতে যাওয়া হয়। গতকাল দুপুরে স্থানীয় আলাউদ্দীন খান ঘরটি ভেঙে ইট নিয়ে যান। তাঁর কাছে জানতে চাইলে বলেন, নাসির সরদার ঘর বিক্রি করে দিয়েছেন। ঘর ভেঙে নেওয়ার পর আরেক ভাই ওই জায়গা দখল করছেন। এখন বাড়িতে থাকার মতো কোনো জায়গা নেই।’
ক্রেতা আলাউদ্দীন খান বলেন, ‘নাসির সরদারের কাছ থেকে ৮ হাজার টাকা দরে সাড়ে ৪ হাজার ইট কিনেছি। গতকাল ঘর ভেঙে সেই ইট নেওয়া হয়েছে।’
এ বিষয়ে নাসির সরদার বলেন, ‘রেহানা দীর্ঘদিন ধরে বাড়িতে না থাকায় ঘরটি পরিত্যক্ত ছিল। তাই বিক্রি করে জায়গা করা হয়েছে।’
সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, ‘রেহানা বেগমকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ পেয়েছি। প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হানিফ সিকদার জানান, উপহারের ঘর বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
২ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
৭ মিনিট আগেহাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে বগুড়ার কুন্দারহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে