Ajker Patrika

উপহারের ঘর বিক্রি করে দিলেন ভাই, মাথা গোঁজার ঠাঁই হারালেন বোন

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৫: ৩৪
উপহারের ঘর বিক্রি করে দিলেন ভাই, মাথা গোঁজার ঠাঁই হারালেন বোন

বরিশালের মুলাদীতে বোনকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দিয়েছেন ভাই। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন বোন। গতকাল সোমবার উপজেলার সফিপুর ইউনিয়নের চরসফিপুর সমিতির হাট এলাকার আইজ উদ্দীন সরদারের ছেলে নাসির সরদার তাঁর বোন রেহানা বেগমের ঘর বিক্রি করে দেন। এ বিষয়ে রেহানা বেগম ভাইয়ের বিরুদ্ধে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। 

জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে ২০০৮ সালে উপজেলা প্রশাসনের মাধ্যমে বেসরকারি সংস্থা বোস্ট রেহানা বেগমকে একটি বসতঘর উপহার দেন। প্রায় ৫ হাজার ইট ও টিন দিয়ে নির্মিত ঘরে থাকতেন রেহানা। কয়েক বছর আগে জীবিকার জন্য ঢাকায় যান তিনি। 

রেহানা বেগম বলেন, ‘চাকরির জন্য ঢাকায় থাকলেও মাঝেমধ্যে বাড়িতে যাওয়া হয়। গতকাল দুপুরে স্থানীয় আলাউদ্দীন খান ঘরটি ভেঙে ইট নিয়ে যান। তাঁর কাছে জানতে চাইলে বলেন, নাসির সরদার ঘর বিক্রি করে দিয়েছেন। ঘর ভেঙে নেওয়ার পর আরেক ভাই ওই জায়গা দখল করছেন। এখন বাড়িতে থাকার মতো কোনো জায়গা নেই।’ 

ক্রেতা আলাউদ্দীন খান বলেন, ‘নাসির সরদারের কাছ থেকে ৮ হাজার টাকা দরে সাড়ে ৪ হাজার ইট কিনেছি। গতকাল ঘর ভেঙে সেই ইট নেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে নাসির সরদার বলেন, ‘রেহানা দীর্ঘদিন ধরে বাড়িতে না থাকায় ঘরটি পরিত্যক্ত ছিল। তাই বিক্রি করে জায়গা করা হয়েছে।’ 

সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, ‘রেহানা বেগমকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ পেয়েছি। প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হানিফ সিকদার জানান, উপহারের ঘর বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত