Ajker Patrika

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

বরিশালের মুলাদীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় রমজান প্যাদা (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

রমজান প্যাদা উপজেলার কাজিরচর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রমজান প্রতিদিন প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পথে দাঁড়িয়ে থাকত। বিভিন্ন সময় ছাত্রীদের অশালীন কথাবার্তা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে উত্ত্যক্ত করত। ওই ঘটনায় বিদ্যালয়ের এক ছাত্রী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করে। আজ পুলিশ সদস্যরা সাদা পোশাকে বিদ্যালয় সামনে অবস্থান নেন এবং রমজান প্যাদাকে হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং আশপাশে বখাটেদের আড্ডা বন্ধে সতর্কতা জারি করা হয়েছে। এর পরেও ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত