Ajker Patrika

এসএসসির পুনর্নিরীক্ষণ: বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন, পাস করেছে ৩ জন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১১ জুন ২০২৪, ২০: ৩২
Thumbnail image

২০২৪ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৫ শিক্ষার্থী। অপর দিকে ফেল থেকে পাস করেছে তিনজন শিক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ১৬২ জন শিক্ষার্থীর। গতকাল মঙ্গলবার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ ফলাফল প্রকাশ করেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল ৭ হাজার ৫৯৩ শিক্ষার্থী। এর মধ্যে ২২ হাজার ৬৬৩ খাতা চ্যালেঞ্জ করা হয়েছিল।

এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদনকারীদের খাতাগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করা হয়েছে। তাতে জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে ২৫ জন এবং ফেল থেকে পাস করেছে তিনজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত