Ajker Patrika

কলেজছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭: ২৩
কলেজছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে কলেজছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রি কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও লামিয়ার সহপাঠীরা মানববন্ধনে অংশ নেন।

এতে বক্তব্য দেন সরকারি বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী, নিহত লামিয়ার মা রাজিয়া বেগমসহ অনেকে।

 এ সময় বক্তারা লামিয়া হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে লামিয়া আক্তার (১৮) উপজেলার সরকারি বঙ্গমাতা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নাজিরপুরে কলেজছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত