Ajker Patrika

মুলাদীতে যুবককে ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি আটক

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে যুবককে ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি আটক

বরিশালের মুলাদীতে সাব্বির হোসেন নামে এক যুবককে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার চরকালেখান গ্রামের মাঝেরচর শাহাবুদ্দিন সরদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবকের শাশুড়ি নাদিয়া আক্তার মঞ্জু ও স্ত্রী মীম আক্তারকে আটক করেছে পুলিশ।

সাব্বির হোসেন চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোস্তফা খানের ছেলে।

মোস্তফা খান জানান, প্রায় সাত মাস আগে তার ছেলে সাব্বিরকে (২৩) সৌদি আরবে পাঠানোর জন্য নাদিয়া আক্তার মঞ্জু দুই লাখ ২০ হাজার টাকা নেন। এক মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা ছিল। ভিসার খোঁজ নিতে গিয়ে সাব্বিরের সঙ্গে নাদিয়া আক্তার মঞ্জুর ডিভোর্সি মেয়ে মীম আক্তারের সঙ্গে পরিচয় হয়। বিদেশ যাওয়ার বাকি খরচ দেওয়ার লোভ দেখিয়ে চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে মঞ্জু গোপনে তার মেয়ের সঙ্গে সাব্বিরের বিয়ে দেন।

 বিয়ের পর সাব্বির স্ত্রীকে নিয়ে চরকালেখান মাদ্রাসার বাজার এলাকার ভাড়া বাসায় থাকত। আজ শুক্রবার ভাড়া বাসা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাব্বিরের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের সংবাদ দেয়।

তিনি আরও জানান, সাব্বির ভিসার জন্য শাশুড়ি ও স্ত্রীকে কয়েকবার তাগাদা দিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার ঝগড়া হয়। ওই ঘটনার জেরে শুক্রবার সাব্বিরের শাশুড়ি ও স্ত্রী লোকজন তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ করেন তিনি।

সাব্বিরের স্ত্রী মীম আক্তার জানান, ‘পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার সাব্বিরের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে সাব্বির আমাকে মারধর করে আত্মহত্যা করার হুমকি দিয়ে বাসা থেকে বের হয়। আমি তার পিছু নিয়ে চরকালেখান মাঝেরচর এলাকায় শাহাবুদ্দিন সরদারের বাড়ির কাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে লোকজন এসে পুলিশে সংবাদ দেয়।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাব্বিরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত