Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা মামলার প্রতিবাদে মানববন্ধন সাংবাদিকদের

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫৭
ডিজিটাল নিরাপত্তা মামলার প্রতিবাদে মানববন্ধন সাংবাদিকদের

পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ শুক্রবার সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের সদর রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। 

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথীর সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ। 

বক্তারা এ সময় বলেন, অনতিবিলম্বে মামলার বাদী মাদকাসক্ত বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নিতে হবে। একজন জনপ্রতিনিধি মাদকাসক্ত হতে পারেন না। তিনি মাদক গ্রহণ করলে এ নিয়ে সংবাদ প্রকাশেও বাধা থাকার কথা নয়। অথচ এ নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছেন। তাঁরা এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান। 

গত ২৬ জানুয়ারি দৈনিক যুগান্তরে কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর মদ্যপানের ছবি ভাইরাল শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ৩১ জানুয়ারি যুগান্তরের সাংবাদিক আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন পিকু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত